E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

সভাপতি মমিন বাবুল, সাধারণ সম্পাদক জুটন বণিক

২০২৩ এপ্রিল ০৫ ১৬:৫১:১৫
সভাপতি মমিন বাবুল, সাধারণ সম্পাদক জুটন বণিক

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়  রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি'র এক সভায় সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়। 

নব গঠিত কমিটিতে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মমিন বাবুলকে সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জুটন বনিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে কাজী মফিকুল ইসলাম সুহিনকে (ডেইলী বাংলাদেশ) সিনিয়র সহ-সভাপতি, জহিরুল ইসলাম সাগরকে (এস টিভি) যুগ্ন-সম্পাদক ও আনিসুর রহমানকে (আলোকিত সকাল) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো: নূরুন্নবী ভূূইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল (কালের কণ্ঠ), মো. রাকিবুল ইসলাম (সুসডা), এম এ জলিল (দিনকাল), জালাল হোসেন মামুন (দেশ রূপান্তর), মো: মোশারফ হোসেন (মোহনা টিভি), আশীষ সাহা (দেশকাল) প্রমুখ।

সভায় দীর্ঘ আলোচনা সাপেক্ষে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।

এদিকে কমিটি গঠনের পর সম্প্রতি আখাউড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় তিনজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথভাবে একটি প্রতিবাদ সভা করে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির স্থানীয় সাংবাদিকেরা। ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া। সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে প্রচলিত আইনে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

(জিডি/এসপি/এপ্রিল ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test