E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে সাংবাদিক পরিবারকে ভূমিদস্যুদের হুমকি

২০১৪ অক্টোবর ৩০ ১৫:৫১:৫৪
কিশোরগঞ্জে সাংবাদিক পরিবারকে ভূমিদস্যুদের হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি : বেদখল হওয়া একখণ্ড জমির জন্য ২০ বছর আইনি লড়াই করছেন কিশোরগঞ্জ শহরের এক সাংবাদিক পরিবার। সম্প্রতি আদালতের আদেশে জমিটি বুঝিয়ে দেওয়া হয় তাদের। কিন্তু আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেলেও দুর্ভাবনায় পড়েছেন নিজেদের জীবন নিয়ে। ভূমিদস্যুদের হুমকিতে এনটিভি ও বিডি নিউজের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদের পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এনিয়ে তিনি কিশোরগঞ্জ সদর থানায় দুটি জিডি করেছেন। বুধবার তারা নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করে তাদেও বাসায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কোন দখলবাজদের হাতে অস্বাভাবিক মৃত্যু চাই না। সেই সাথে দখলবাজদের অব্যাহত দৌরাত্ম ও নিপীড়নের অবসান চাই।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের আলোরমেলা এলাকায় দখল পাওয়া পৌনে পাঁচ শতাংশ জমিতে দেয়াল নির্মাণের উদ্যোগ নেন জমির প্রকৃত মালিক আক্কাছ আলী (সাংবাদিকের বাবা)। কিন্তু ২৭ অক্টোবর রাতে এ দেয়ালের বেশকিছু ভেঙে ফেলা হয়। ২৮ অক্টোবর এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে সকালে ওই ভূমিতে পুলিশ মোতায়েন করা হয়। দুপুরে দখলদার পক্ষের মোস্তাক হোসেন ঝিনুকসহ তাদের লোকজন পুলিশের সামনেই বেশ কয়েকবার সাংবাদিক মারুফকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারতে আসে। তাছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদের মঙ্গলবার সদর থানায় দায়ের করা জিডি ও মৌখিক বিবরণ থেকে জানা গেছে, তার বাবা আক্কাছ আলী শহরের আলোরমেলা এলাকায় ৩৮১২ নং খতিয়ানের ২১৪২০ নং দাগের একটি জমি নিয়ে রাবেয়া আক্তারের সঙ্গে দীর্ঘদিন বাটোয়ারা মামলা করেন। ২০১১ সালে আদালত আক্কাছ আলীকে পৌনে ১৪ শতাংশ জমির মালিকানার পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ আরো বিভিন্ন মামলা দিয়ে জমিটি নিজেদের দখলে রেখেছিলেন। সম্প্রতি এসব মামলার ফয়সালা হবার পর গত ২৪ অক্টোবর সকালে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ ও আদালত কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট কমিশনার অমিত কুমার দে উপস্থিত থেকে পুলিশের সহায়তায় সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে আক্কাস আলীকে জমির দখল বুঝিয়ে দেন।

জমির মালিকানা বুঝে পেয়ে আক্কাছ আলীর পরিবার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। গতকাল মঙ্গলবার সকালে গিয়ে প্রাচীরের একাংশ ভাঙ্গা ও সীমানার খুটি উপড়ানো দেখতে পেয়ে আক্কাছ আলীর ছেলে এনটিভি প্রতিনিধি মারুফ আহমেদ গতকাল সকালেই সদর থানায় বিবাদী পক্ষকে সন্দেহ করে একটি সাধারণ ডায়রি (জিডি নং ১৪৪৪) করেন। এরপর জায়গাটি দেখার জন্য মারুফ আহমেদ সেখানে গেলে বিবাদী রাবেয়া আক্তারের ছেলে মোস্তাক হোসেন ঝিনুক (৪৮) দা এবং শাবল নিয়ে মারুফের দিকে তেড়ে এসে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ সময় উপস্থিত লোকজন মারুফকে রক্ষা করেন। হামলা করতে ব্যর্থ হয়ে মোস্তাক হোসেন ঝিনুকসহ তার পরিবারের সদস্যগণ মারুফকে হত্যার হুমকি দেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সামনেই হুমকি প্রদর্শন ও অকথ্য গালাগাল করেন। ফলে মারুফ আহমেদ গতকালই এসব ঘটনার বিবরণ দিয়ে সদর থানায় দ্বিতীয় একটি ডায়রি (নং ১৪৫৭) করেন। মারুফ আহমেদ ও তার পরিবার এখন আতঙ্কে রয়েছেন বলে তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন এ বিষয়ে থানায় দু’টি জিডি হওয়ার কথা নিশ্চিত করে জনান, ঘটনাগুলো গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে।

(পিকেএস/এএস/অক্টোবর ৩০,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test