E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএমএসএফ’র যুগপূর্তিতে 

‘রতন সরকার স্মৃতি পদক’ পাচ্ছেন ৩০ সাংবাদিক

২০২৩ জুলাই ২৯ ১৭:০০:৪৬
‘রতন সরকার স্মৃতি পদক’ পাচ্ছেন ৩০ সাংবাদিক

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে ‘রতন সরকার স্মৃতি পদক’ এর জন্য ৩০ জন সাহসী, নির্যাতিত এবং পরিশ্রমি সাংবাদিককে মনোনয়ন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

মনোনীত সাংবাদিকরা হলেন- ১. মেহেদী হাছান, আমাদের সময়, চাটখিল, ২. মো. ইমরানুল হক, কোষাধ্যক্ষ , বিএমএসএফ, বগুড়া, ৩. সীমা খন্দকার, সম্পাদক, দৈনিক প্রতিজ্ঞা, কুষ্টিয়া, ৪. ইউসুফ আলী, সাবেক সেক্রেটারি, বিএমএসএফ আশুলিয়া, ৫. আশরাফুল ইসলাম রোহিত, দৈনিক করতোয়া, বগুড়া, ৬. মো. নাসির উদ্দিন, সম্পাদক, বিএমএসএফ, তালতলী, বরগুনা, ৭. আমীর হোসেন, দৈনিক যুগান্তর, চরফ্যাশন, ভোলা, ৮. মো. আরিফুল ইসলাম খান শাহীন, সদস্য বিএমএসএফ, গাজীপুর, ৯. অমরেশ দত্ত জয়, দৈনিক কালবেলা, চাঁদপুর, ১০. ফয়সাল আজম অপু, এশিয়ান টিভি, চাঁপাইনবাবগঞ্জ, ১১.মো. আবুল কালাম আজাদ, বাংলা৭১, পাংশা, রাজবাড়ী, ১২. মো: ফরিদুল মোস্তফা, সম্পাদক,দৈনিক কক্সবাজার বাণী, ১৩. মোবারক হোসেন চৌধুরী নাসির, সভাপতি, বিএমএসএফ, কসবা,বিবাড়িয়া, ১৪. মো: আবুল খায়ের খাঁন, বিজয় টিভি,মাদারীপুর, ১৫. জহিরুল ইসলাম রাসেল, ফ্রিল্যান্স সাংবাদিক, ঢাকা, ১৬. মো: মোফাজ্জেল হোসেন, বিজয় টিভি,নওগাঁ, ১৭. খোকন আহম্মেদ হীরা, দৈনিক জনকণ্ঠ, বরিশাল, ১৮. মো: রেজাউল করিম রাজু, সম্পাদক, সেনবাগ,নোয়াখালী, ১৯. আরিফুল ইসলাম রিগ্যান, বাংলা ট্টিবিউন, কুড়িগ্রাম, ২০. আসাদুজ্জামান সাজু,দৈনিক মানবকন্ঠ,লালমনিরহাট, ২১. কবির হোসেন, দৈনিক খোলাকাগজ,রাজবাড়ি, ২২. মো: জিয়াউল হক আকন,দৈনিক জনকণ্ঠ, বাকেরগঞ্জ, ২৩. আব্দুল বাতেন বাচ্চু, সম্পাদক, বিএমএসএফ, শ্রীপুর, ২৪. তানভীর হাসান তানু, দৈনিক ইত্তেফাক, ঠাকুরগাঁও, ২৫. মোস্তাক আহমেদ খান, সদস্য, ট্রাস্টি বোর্ড, বিএমএসএফ, ২৬. সানজিদা আক্তার, ডিএসটিভি,ঢাকা, ২৭. শেলু আকন্দ, নির্যাতনের শিকার সাংবাদিক, জামালপুর, ২৮. মফিজুর রহমান নাহিদ, দৈনিক স্বাধীন বাংলা, ২৯. আনিছুর রহমান কবির, বিভাগীয় প্রধান :গ্লোবাল টেলিভিশন সভাপতি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, খুলনা মহানগর, ৩০. আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি, যায়যায়দিন।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানিয়েছেন,
নানা বাঁধা-বিপত্তি, ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই পেরিয়ে বিএমএসএফ যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের আয়োজনে যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। আয়োজক কমিটি জানিয়েছে, ইতোমধ্যে বিএমএসএফ’র যুগে পদার্পণের অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়াও দিনটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে।

যুগে পদার্পণ উৎসব ২০২৩ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিল্প মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী-১ সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব ঢাকা মেজবাহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ, নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উল্লেখ্য, বিএমএসএফ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১৫ জুলাই) সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। জানা গেছে, বিএমএসএফ’র ১০টি সেরা শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (২৪ জুলাই) কেন্দ্র ঘোষিত ১০টি শাখার তালিকা প্রকাশ করা হয়েছে।

শাখাসমূহের সভাপতি/সম্পাদককে উপস্থিত হয়ে সম্মাননা সনদ গ্রহণের জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি আরো জানান, সাংগঠনিক কাজের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হবে।

উৎসবে রতন সরকার স্মৃতি পদক প্রাপ্ত ৩০ জন সাংবাদিকদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হবে।

(ওকে/এসপি/জুলাই ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test