E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরে বাড়ির সামনে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

২০২৩ নভেম্বর ০৫ ২২:৫৪:৩৪
দৌলতপুরে বাড়ির সামনে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামে স্থানীয় এক সাংবাদিক।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলা বাজার এলাকায় নিজ বাসার সামনে তার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী।

আহত সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের মানিক দিয়াড় গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের দৌলতপুর উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ জানান, রাত দেড়টার দিকে তিনি উপজেলা বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রিলের তালা খুলছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলযোগে হেলমেট পরা ৮-৯ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করেন। তারা গালিগালাজ করে বলতে থাকেন ‌‘খুব বেড়ে গেছিস’। হামলার সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শহিদুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে লোহার রড ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুরের সাংবাদিক সংগঠনের নেতারা। দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম বলেন সাংবাদিকের ওপর হামলা দুঃখজনক ঘটনা। আমরা এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আহত সাংবাদিক নিজে বাদী হয়ে ৮-৯ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test