E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিবন্ধনের অনুমোদন পেল অনলাইন নিউজ পোর্টাল তাজা খবর

২০২৩ ডিসেম্বর ২৭ ১৬:২৫:৫৮
নিবন্ধনের অনুমোদন পেল অনলাইন নিউজ পোর্টাল তাজা খবর

স্টাফ রিপোর্টার : সময়ের সাথে তাল মিলিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। ইতোমধ্যে তার প্রমাণ রেখেছে পোর্টালগুলো প্রতিমুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করে। গণমাধ্যম শাখায় অন্যরকম চাহিদা সৃষ্টি করতে পেরে পাঠকের কাছেও হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণও আছে। তারা তাদের মোবাইলে মুহূর্তেই পেয়ে যাচ্ছে দেশ-বিদেশের যাবতীয় খবর।

তারই ধারাবাহিকতায় জোরালো দাবি ওঠে অনলাইন নিউজ পের্টাল নিবন্ধনের। ২০২০ সাল থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। এ ধারাবাহিকতায় সর্বশেষ ১২ টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও ১২ টি অনলাইন নিউজ পোর্টাল প্রাথমিক নিবন্ধনের অনুমোদনের কথা জানানো হয়। নিবন্ধনের তালিকায় জায়গা করে নিয়েছে অনলাইন নিউজ পোর্টাল “তাজা খবর”।

“মুক্তি যুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়” স্লোগানে সত্য, সঠিক তথ্য ও সৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে “তাজা খবর”।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম জগতকে আরও বেশি আলোকিত করার মানসে ২০১৮ সালের ১৬ মার্চ আত্মপ্রকাশ করে “তাজা খবর”।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দিনদিন পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নিউজ পোর্টাল “তাজা খবর” । উন্নত চিন্তা আর দূরদর্শী পরিকল্পনা নিয়ে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে নিউজ পোর্টালটি। পথ চলার ৫ বছর পেরিয়ে ৬ বছরে পা দিয়েছে “তাজা খবর”। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টালটির সরকারী নিবন্ধন নতুন মাত্রা যুক্ত হলো।

এছাড়া, দৈনিক এইদিন ডটকম, দেশের খবর ডটনেট, স্বাধীন আলো ডটকম, বাংলার চিঠি ডটকম, খুলনা টাইমস ডটকম, গিরিদর্পন ডটকম, দ্য পিপলস নিউজ টোয়েন্টিফোর, নারদবার্তা ডটকম, একাত্তর বাংলা ডটকম, নতুন কথা ডটনিউজ ও ডেইলি খবর টোয়েন্টিফোর ডটকম, অনলাইন পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন পয়েছে।

(টিজি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test