E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপায় সাংবাদিককে মারপিট করে প্রাণনাশের হুমকি

২০২৪ জানুয়ারি ২৪ ২১:১৬:৩৩
শৈলকূপায় সাংবাদিককে মারপিট করে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপায় মাদক বিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) শৈলকূপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শেখ ইমন। ভুক্তভোগী শেখ ইমন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকার শৈলকূপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা গেছে, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যায় ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সাথে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে মারপিট করতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেয়।

এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, 'আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।'

এ সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ কোন মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/জানুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test