E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ২২:৫৪:০৩
নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের এই উৎসবে মাছরাঙা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নীলফামারী শহরের কাজী নজরুল ইসলাম হল (বিডি হল) সংলগ্ন জেলা প্রেসক্লাবের কার্যালয়ে একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশের একটি দল ভোট কেন্দ্রে সার্বক্ষণিক দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচিত হওয়ার পর উপস্থিত সাংবাদিকরা একে অন্যকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক আাবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

২৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে সিয়াম ও ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নূর আলম। সিয়াম-আলম নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টাপর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাংবাদিকদের এই ভোটের উৎসবে সামিল হন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম। উপস্থিত প্রশাসনের কর্ত্যাব্যাক্তিরা সামগ্রীক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তাহিক নীলচোখের হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান ও দৈনিক নবচেতনার হামিদুল্লাহ সরকার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের পাতার এম আবুল শাহ, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বর্তমানের নাসির উদ্দিন শাহ এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহবুবুল হক দোদুল, দৈনিক যুগান্তরের মোস্তফা আবীদ, বাংলাভিশনের নূরে আলম সিদ্দিকী দুলাল, দৈনিক সমাচারের নুর আলম বাবু, দৈনিক ইনকিলাবের মুশফিকুর রহমান সৈকত, দৈনিক পরিবেশের আরিফুল ইসলাম ও ঢাকা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে জিটিভির মনিরুল হাসান শাহ আপেল এবং তথ্য প্রযুক্তি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে ডিবিসির আলিফ নূরা রিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরীতে ২৮ জন অংশ করেন। ৩৯ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।

নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের জয় জয়কার। অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে একটি তারুণ্যদীপ্ত নেতৃত্ব পেল নীলফামারীর সাংবাদিক সমাজ।

শনিবার সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত নীলফামারী শহরের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন জেলা প্রেসক্লাবের কার্যালয়ে ভোট প্রদান করে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্ধারণ করেছেন নীলফামারীর সাংবাদিক মহল।

(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test