E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

২০১৪ নভেম্বর ১৭ ১৬:২২:২৬
ভাঙ্গায় সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : প্রয়াত সাংবাদিক গৌতম দাসের ৯ম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে ভাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে গৌতমের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমজান সিকদার,দৈনিক ইনকিলাবের ভাঙ্গা প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা উদিচি শিল্প গোষ্ঠির সভাপতি লিয়াকত হোসেন। দুপুরে ফরিদপুর সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে গৌতম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, দৈনিক সমকালের ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, দৈনিক জনকন্ঠের ফরিদপুর জেলা প্রতিনিধি অভিজিৎ রায়, সমকাল সুহৃদ সমাবেশের ফরিদপুর জেলা সভাপতি আবুল কাশেম। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। গৌতম দাসের বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য ২০০৫ সালের আজকের এই দিনে দৈনিক সমকালের ফরিদপুর বুরো প্রধান থাকা অবস্থায় নিজ অফিসে খুন হয় গৌতম দাস।

(এডি/এএস/নভেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test