E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক নাদিম হত্যার এক বছর, দ্রুত বিচার দাবি

২০২৪ জুন ১৫ ১৮:৩৭:৪৩
সাংবাদিক নাদিম হত্যার এক বছর, দ্রুত বিচার দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশিগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মহাফিল করেছে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক। এ সময় দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (১৫ জুন) দুপুরে পৌর শহরের শহীদ হারুণ সড়কে প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সহ-সভাপতি এম সুলতান আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন ও যমুনা টিভির সাগর ফরাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে এবং বিচারকার্য চলছে মন্থর গতিতে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান জেলখানায় থাকলেও দ্বিতীয় আসামি রিফাত, যে ইঁট দিয়ে মাথায় আঘাত করে সাংবাদিক নাদিমের মৃত্যু নিশ্চিত করেছিল, সে এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তরা।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুন ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test