E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্পেশাল ট্রাইব্যুনালে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের 

২০২৪ জুলাই ৩০ ১৮:৪৫:৫৭
স্পেশাল ট্রাইব্যুনালে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের 

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঘটিত সংঘর্ষে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দীর্ঘায়িত না করে স্পেশাল ট্রাইবুনাল গঠন করে দ্রুত এসব ঘটনার বিচারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদমাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের‘ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

সমাবেশে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়; সেজন্য আজ আমরা এখানে দাঁড়িয়েছি। যারা আহত-নিহত হয়েছেন আমরা এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই।’

নিহতদের পরিবারকে রাষ্ট্র সবধরনের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা সুস্থ হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে। সাংবাদিক পরিবারগুলোর যেকোনও একজন সদস্যকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেকটি সংবাদকর্মীর দায়িত্ব তাদের মালিককে গ্রহণ করতে হবে। একইসঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।’

সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ‘বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।’

বিভিন্ন গণমাধ্যমের মালিকপক্ষকে উদ্দেশ করে তিনি আরও বলেন, যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদের সংবাদ সংগ্রহ করা বন্ধ করুন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদ বলেন, ‘প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না। আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছেন। ২১৮ জন সাংবাদিক সারা দেশে আহত হয়েছেন। সাংবাদিকদের আটটি গাড়ি পোড়ানো হয়েছে। ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে। আমরা নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করছি।’

এসময় সমাবেশে সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করেছেন।

সমাবেশে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ সহ সাংবাদিক নেতারা অংশ গ্রহণ করেন।

(এমএল/এসপি/জুলাই ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test