থানায় মামলার খবর নিতে গিয়ে সাংবাদিক চপল রায় গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মামলা রেকর্ড করার খবর জানতে গিয়ে আসামীর দায়েরকৃত শ্লীলতাহানির মামলায় দৈনিক বাংলা ’৭১ এর ভোলা প্রতিনিধি চপল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে ভোলা জেলার তজুমদ্দিন থানা থেকে গ্রেপ্তার করা হয়।
চপল রায় ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের বিধুভূষণ রায় এর ছেলে।
সাংবাদিক চপল রায় জানান, তজুমদ্দিন উপজেলা পরিষদের কৃষি অফিসের পশ্চিম পাশে ভূমিদস্যু হুমায়ুন কবীর সরকারি সাড়ে তিন শতক জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ১৩ জুন ওই জমি সংক্রান্ত তথ্য চেয়ে তজুমদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর তাছে তধ্য অধিকার আইনে আবেদন করেন। মাপ জরিপ করার পর ভূমিদস্যু হুমায়ুন কবীর সাড়ে তিন শতক জমি দীর্ঘদিন জবরদখল করে আছেন মর্মে গত ১০ জুলাই মিশনার (ভ‚মি) আবুল হাসানত ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর পাঠান। একপর্যায়ে হুমায়ুন কবীরকে ওই জমি ছেড়ে দিতে হবে জানতে পেরে ক্ষুব্ধ ছিলেন তার (চপল রায়) উপর।
চপল রায় জানান, গত ১৪ জুলাই বিকেল ৫টার দিকে তার স্ত্রী তজুমদ্দিন উপজেলা সদর থেকে রিক্সায় দাসেরহাট ভবানী উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে পায়ে হেঁটে গিরিধারী মন্দিরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ফাঁকা মাঠে হুমায়ুন কবীরের বন্ধু বলে পরিচিত আড়ালিয়া গ্রামের চিত্তরঞ্জন মজুমদারের ছেলে প্রবীর মজুমদার ও একই গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের ছেলে কুমুদ দাস মটর সাইকেল থেকে নেমে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার স্ত্রীর ডাক চিৎকারে পথচারিরা ছুঁটে এলে প্রবীর ও কুমুদ পালিয়ে যায়। এ ঘটনায় রাতে থানা মামলা নিতে অস্বীকার করায় তার স্ত্রী বাদি হয়ে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রবীর মজুমদার ও কুমুদ দাসকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। বিচারক আনোয়ারুল হক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এ সংক্রান্ত আদেশটি সোমবার বিকেলে থানায় পৌঁছায়।
চপল রায় আরো জানান, লিভারে যন্ত্রণার কারণে সোমবার বিকেলে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে আবাসিক মেডিকেল অফিসার তাসমিরা খাতুন তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপরপরই তিনি তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে ঢুকে তার স্ত্রীর দায়েরকৃত মামলাটি রেকর্ড হয়েছে কিনা জানতে চাইলে তাকে আসামী প্রবীর মজুমদারের মেয়ের শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করা হয়।
চপল রায় এর অভিযোগ, আসামী প্রবীর মজুমদারের শ্বশুর নকুল দাস এর বাড়ির পাশেই ভূমিদস্যু হুমায়ুন কবীরের বাড়ি। হুমায়ুন কবীর প্রভাব খাটিয়ে প্রবীর ও কুমুদকে তার স্ত্রী বিরুদ্ধে লেলিয়ে দেন। একপর্যায়ে নিজেদের বাঁচাতে প্রবীর মজুমদার ঢাকার আজমীর কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দিয়ে গত ৫ জুলাই কাল্পনিক শ্লীলতাহানির ঘটনা দেখিয়ে ২৫ দিন পর ৩০ জুলাই মামলা (১৫) রেকর্ড করানো হয়েছে। অথচ তার স্ত্রীর ধর্ষণের চেষ্টা মামলাটি সোমবার থানায় আসার পরও তড়িঘড়ি করে প্রবীরের দাসের অভিযোগটি আগে মামলা হিসেবে রেকর্ড করে পরে তার স্ত্রীর দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা রেকর্ডের পর প্রবীর ও কুমুদ থানায় এলেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ।
এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা সহকারি কমিশনার আবুল হাসানত জানান, সাংবাদিক চপল রায় এর আবেদনের ভিত্তিতে মাপ জরিপ করে হুমায়ুন কবীর সরকারি সাড়ে তিন শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন মর্মে প্রতীয়মান হয়। ওই জমি সংক্রান্ত বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসককে (ভূমি) অভহিত করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাসমিরা খাতুন জানান, সাংবাদিক চপল রায় এর পেটে খুব যন্ত্রণা হওয়ায় তাকে সোমবার সন্ধ্যায় হাসপাতালের অতিরিক্ত ৭নং শয্যাতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের প্রবীর মজুমদার ভূমিদস্যু হুমায়ুন কবীর তার পরিচিত উল্লেখ করে জানান, তার মেয়েকে গত ৫ জুলাই শ্লীলতাহানির ঘটনায় তিনি চপল রায় এর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ করেন। কিন্তু এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে চপল রায় তাকে ও তার বন্ধু কুমুদ এর নামে ১৪ জুলাই বিকেলে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করায় ৩০ জুলাই তিনি বাদি হয়ে মেয়ের শ্লীলতাহানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, প্রবীর মজুমদার নামে এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার সকালে দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপরপরই চপল রায়ের স্ত্রীর আদালতে দায়েরকৃত মামলাটির আদেশ পেয়ে সেটিও রেকর্ড করা হয়েছে। তার অফিসে আসায় মামলার আসামী হিসেবে চপল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। চপল রায় এর স্ত্রীর দায়েরকৃত মামলার আসামীদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত চপল রায়কে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সাথে মঙ্গলবার বিকেলে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
(আরকে/এএস/জুলাই ৩১, ২০২৪)
পাঠকের মতামত:
- ২৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন
- ইরান ও ইসরায়েলকে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
- নাটোরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ জনের মৃত্যু
- কালিগঞ্জে আ.লীগের মিছিল, ৪২ জনের নামে মামলা
- ধস নেমেছে যশোরের রাজারহাট চামড়ার বাজারে
- জিজিএফআই’র নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক আটক
- আদালতের নির্দেশ অমান্য: পিতা-মাতার সম্পত্তি থেকে বঞ্চিত ছেলে
- রাঙ্গামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি ও ৪ ভারতীয় নাগরিককে পুশইন
- বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই বোরহান নিহত
- ঈদের ছুটি শেষ তাই বেড়েছে যাত্রীর চাপ
- টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, ৫ পরিবহনকে জরিমানা
- সালথায় পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা, আহত ৪
- মুঘল আমলের মনোমুগ্ধকর সৌন্দর্যের নিদর্শন মথুরাপুর দেউল
- কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- কুষ্টিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু
- চাটমোহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
- কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির সংঘর্ষে নিহত ১
- ‘রাইফেল থাকলেও পুলিশের কাছে থাকবে না ভারী মারণাস্ত্র’
- হত্যাচেষ্টা মামলায় সাবেক ফুটবলার মনোয়ার হোসেন মুন্নাকে খুঁজছে পুলিশ
- ইরানের পারমাণবিক বোমা তৈরি ছাড়া উপায় নেই
- দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫
- কেন আত্মহত্যার পথ বেছে নিলেন দীপা, কি হয়েছিলো সেই রাতে?
- রক্তের অপেক্ষা নয়, রক্ত হোক প্রস্তুত সবসময়
- জাতি আর একটি পূর্ব-নির্ধারিত মেটিক্যুলাস নির্বাচন দেখবে
- জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত
- শৈলকূপায় জাল সার্টিফিকেটে একযুগ চাকরি করে যাচ্ছেন এক শিক্ষিকা!
- এই শীতে ঘুরে আসুন শ্রীমঙ্গল
- প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের ভরাডুবি, ভাগ্য ঝুলছে সিনেটে
- সোনাগাজীতে গাছসহ গাঁজা চাষী গ্রেফতার
- স্যামসাং নিয়ে এলো আকর্ষণীয় ‘বিবাহ উৎসব’ অফার
- নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার পক্ষে প্রচারণায় সংসদ সদস্যের দুই ভাই, জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ
- ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন
- ঝালকাঠিতে সড়কে ঝরল ১৪ প্রাণ
- লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- শেখ হাসিনা-কাদেরসহ ১৫৫ জনের নামে বগুড়ায় মামলা
- পঞ্চগড় মুক্তাঞ্চল: নৈসর্গিক প্রকৃতির রূপসী কন্যা
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ১৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
- ‘মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে’
- অনিশ্চিত মেসি, চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- ঝিনাইদহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু
- ঈদে চলবে ১০ বিশেষ ট্রেন
- বিডিআরের ৪০ জওয়ানের জামিন
- ‘নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে’