এবার আত্মসমর্পণ করলেন সাংবাদিক শফিক রেহমান
স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে তিনি মামলার আপিল দায়েরের জন্য মামলার নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করেন। এ মামলায় আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে তার সাজা এক বছরের জন্য স্থগিত রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন।এরপর তিনি মামলার আপিল দায়েরের জন্য নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানার রিকলের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
শফিক রেহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এ সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। শফিক রেহমান এদিন আদালতে আত্মসমর্পণ করে মামলার নকল ও তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানা ফেরতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আমরা খুব দ্রুত আপিল ফাইল করবো।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এ সাজা এক বছরের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে এ সাজা স্থগিতের আদেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এ মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না। এ আদালত থেকে গত বছরের ১৭ আগস্ট মাহমুদুর রহমানের সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। এক ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এ আদালত এ মামলায় জামিন দিতে পারেন না। আমরা অতি দ্রুত মহানগরে মাহমুদুর রহমানের জামিন আবেদন করবো। আশা করি তিনি জামিন পাবেন।
এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
রায়ে আদালত অপহরণচেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন। পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেন। আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে ষড়যন্ত্র করেন। তারা আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্য নেন আদালত।
২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- কঙ্কাল মহাসড়ক
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার
- যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- কাপাসিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন
- সালথায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ
- এবার বুসানে সাবা’র সঙ্গে মেহজাবীন
- সুবর্ণচরে আশরাফুল করিম নূরানী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক অনুদান প্রদান
- গোপালগঞ্জের মন্ডপে মন্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি
- ডেঙ্গু প্রতিরোধে টুঙ্গিপাড়ায় মশক নিধন অভিযান
- সালথায় জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ
- নগরকান্দায় পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
- প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
- ইসরায়েলে রকেট হামলা চালাল হিজবুল্লাহ, আহত ১০
- একের পর এক অপরাধের জন্য কলকাতার টিভি সিরিয়ালকে দায়ী করলেন মমতা
- ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
- ‘পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই, সতর্ক অবস্থানে সব বাহিনী’
- সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ
- এস আলম পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ‘যতটুকু সময় পাবো, সংস্কারটাই করে দিয়ে যাব’
- এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার
- সব পক্ষের সঙ্গে কথা বলে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন
- প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ
- ধামরাইয়ে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
- ‘শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর সরকার’
- এক নজরে ২০১৪ বিশ্বকাপ পরিসংখ্যান ও রেকর্ড
- এক নজরে ২০১৪ বিশ্বকাপ পরিসংখ্যান ও রেকর্ড
- রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিশেষ সহায়তা প্রদান
- আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সমীপে
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসমাবেশ
- নিজেই ভোট দেননি বুলবুল
- এটা একটি পোস্ট অফিস!
- হোসেনপুরের জমিদারের স্ত্রী আত্মহত্যা!
- ছবি তুলে পোস্ট দিয়ে অপো এফ১৯ প্রো জেতার সুযোগ
- প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
- নিজামীর শারীরিক অবস্থা উন্নতির দিকে
- পুরোহিত হত্যায় তিনজনের ১৫ দিন করে রিমান্ড
- আফগানিস্তান কোন পথে?
- সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড
- কুড়িগ্রামে জাল সনদে ভোটার হতে গিয়ে যুবক আটক
- অগ্নিকণ্যা প্রীতিলতা ওয়াদ্দারঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ
- মান্দায় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১
- হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক
- স্বাধীনতার ৫৩ বছরেও শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়নি
- ‘লুটপাটের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা’