E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

২০২৪ অক্টোবর ২৬ ১৯:০১:০৬
সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

শেখ ইমন, ঝিনাইদহ : ভাঙচুর ও লুটপাটের মামলায় ‘দৈনিক বাংলাদেশের খবর’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুধিমহল। কোনো তদন্ত ছাড়াই প্রতিহিংসাবশত এ ধরনের ন্যাক্কারজনক মামলায় সংবাদকর্মীকে আসামি করা উদ্দেশ্যমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবলীগের নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৪ ভোর ৬টায় থানা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে কুশবাড়িয়া গ্রামে রাজনৈতিক সহিংসতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ তিনমাস পর ২৫ অক্টোবর কুশবাড়িয়া গ্রামের ভূমিদস্যুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, থানায় হামলা, মারামারি-লুটপাট ও আলোচিত কালী মন্দীরে প্রতিমা ভাঙচুরের অন্যতম আসামি যুবলীগ নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেছে। মামলা নং ১১, যার আসামি দেড় শতাধিক।

বুরহান উদ্দীনের পিতা নূরুদ্দীন মৃধা জানান, তার ছেলে দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিযুক্ত আছে। বিগত দিনে বিভিন্ন কুকর্মে লিপ্ত এলাকার আলোচিত সন্ত্রাসী তুষার খানের বিরুদ্ধে জেলা-উপজেলার সংবাদকর্মীরা ফলাও করে খবর প্রকাশ করে থাকে। সেকারণে পাশ্ববর্তী গ্রামের তুষার খান শত্রুতাবশত তার ছেলেকে আসামী করেছে বলে ধারণা করেন।

জানা যায়, জেলা ও শৈলকুপা উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা বাদী তুষার খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেছে। সে প্রেক্ষিপ্তে সন্ত্রাসী তুষার খান একাধিকবার জেলহাজত বাস করে। এ মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদকর্মী ও সুধিমহলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, শৈলকুপা প্রেসক্লাবের সদস্য বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক। এ বিষয়ে জেলা-উপজেলার সাংবাদিক নেতারা বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, যেহেতু এজাহারটি নথিভুক্ত হয়েছে, পরবর্তীতে বিশদভাবে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআই/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test