E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ঢাবির একদল শিক্ষার্থী

২০২৪ নভেম্বর ২৫ ১২:৫৮:০১
‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ঢাবির একদল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : ‘দেশবিরোধী’ উল্লেখ করে দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

রবিবার (২৪ নভেম্বর) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে দুটি পত্রিকা পোড়ানো হয়।

এর আগে কারওয়ান বাজারে আমজনতার ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভে মিছিল করেছেন এই শিক্ষার্থীরা।

মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, 'দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘প্রথম আলো-ডেইলি স্টার, তৈরি করে স্বৈরাচার’; ‘কারওয়ান বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার।

'তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়। '

সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে। কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাবির শিক্ষার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, রাকিবুল ইসলাম, শাহেদুল ইসলাম ইমন ও শাহরিয়ার আলম প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test