E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান

২০২৫ মে ২২ ২০:১৫:৫৩
সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। 

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতবিার সকালের দিকে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্বের উপর রিসোর্স পার্সন হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপ সচিব মো: আব্দুস সবুর। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

প্রধান অতিথি আরো বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন-ই যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের বিচক্ষণতা এবং নীতি-নৈতিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের ভুলের কারণে প্রকাশিত সংবাদ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হতে পারে। এজন্য প্রকাশিত সংবাদের সূত্রের বিশ্বাসযোগ্যতা ও সত্যতা থাকতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের অনুসরণীয় আচরণবিধি মেনে চলা উচিত।

কর্মশালার দুটি সেশনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি পালনের গুরুত্ব এবং অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

(আরকে/এসপি/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test