E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগরতলায় চট্টগ্রামের ফটোসাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শনী

২০১৫ জানুয়ারি ২৪ ১৩:০১:৫৮
আগরতলায় চট্টগ্রামের ফটোসাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ‘মাই সয়েল মাই সোল’ শীর্ষক চট্টগ্রামের ফটোসাংবাদিকদের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলছে। বৃহস্পতিবার রাতে আগরতলা সিটি আর্ট গ্যালারিতে প্রদীপ জ্বেলে ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকা, বাংলাদেশ ও আগরতলা প্রেসক্লাবের সহযোগিতায় চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাড়াও অতিথি ছিলেন আগরতলার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা, আগরতলার মেয়র ড. প্রফুল্ল জিৎ সিনহা। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক হৃদ্যতা, বন্ধুত্ব ও আত্মীয়তার। ঐতিহাসিক কারণে এ সম্পর্ক গড়ে উঠেছে। চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের এই প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে ত্রিপুরা সম্পর্ক আরো দৃঢ় হবে। মানিক সরকার বলেন, চট্টগ্রামকে আমরা শুধু আলোকচিত্রের মাধ্যমে বুঝতে চাই না। আমরা চাই, চট্টগ্রামের সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়ে উঠুক। ত্রিপুরার মানুষের দীর্ঘদিনের চাওয়া চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে একটি স্থায়ী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা। আগরতলা প্রেসক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তীর সভাপতিতে অন্ষ্ঠুানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম।

উল্লেখ্য, আগরতলায় চট্টগ্রামের এই আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৮ সদস্যের একটি দল বর্তমানে আগরতলায় অবস্থান করছেন।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test