E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি!

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৮:৫১:৪৬
নন্দীগ্রামে সাংবাদিককে হত্যার হুমকি!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উত্তরাধিকার ৭১নিউজ ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলায় মারপিটের চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য সাহেব আলীর সাথে সাংবাদিক নজরুল ইসলামের বিরোধ হয়ে আসছিল।

বুধবার সকাল ৭টার দিকে সাংবাদিক নজরুল ইসলাম পৌর শহরের পাশ্ববর্তী কৈগাড়ী গ্রামে তার বাসভবনের সামনে দাড়িয়ে ছিল। এসময় ইউপি সদস্যসহ অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসীরা মারপিটের উদ্দেশে তাকে ধাওয়া করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ইউপি সদস্য সাহেব আলী প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, আজ তোকে ছেড়ে দিলাম। পরেরবার যখন ধরবো তখন জানে মেরে ফেলবো। সাংবাদিক নজরুল ইসলাম জানান, ইউপি সদস্য সাহেব আলী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি। সাহেব আলীর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ রয়েছে। প্রভাবশালীদের সাথে সখ্যতা থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পৌর জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামের উপর সন্ত্রাসীর হামলার চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একযুক্ত বিবৃতি দিয়েছেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও উপজেলা সভাপতি হাজী নূরুল আমীন বাচ্চু, সহ-সভাপতি হাজী আছির উদ্দিন কবিরাজ, সাবেক সহ-সভাপতি এসএম ফারুক ঝন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাফু, পৌর জাতীয় পার্টির আহবায়ক প্রভাষক মাসুদ পারভেজ রানা, যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মাষ্টার, জাপানেতা নিখিল চন্দ্র সরকার, নাহিদ হাসান, রাব্বি, রাকিব, সুমন, মতিন, হৃদয়, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল জলিল, শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রসমাজের আহবায়ক কামরুল হাসান প্রমুখ। বিবৃতিদাতারা অবিলম্বে হত্যার হুমকিদাতা ও হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

(এনআই/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test