E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণমাধ্যমই পারে বিজ্ঞানকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে

২০১৫ মার্চ ২৮ ১৭:০৫:৫৬
গণমাধ্যমই পারে বিজ্ঞানকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিজ্ঞানকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারে গণমাধ্যম। তাই বিজ্ঞানের প্রতি সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়ো-টেকনোলজি (বিএপিটিসিএন্ডবি) আয়োজিত ‘এ্যানুয়েল প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়ো-টেকনোলজি’ শীর্ষক এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

বিএপিটিসিএন্ডবি-এর সভাপতি প্রফেসর ড. এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএপিটিসিএন্ডবি-এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ শামীমুল আলম।

উপাচার্য বলেন, সহিংসতামুক্ত স্থিতিশীল বাংলাদেশ গঠনে ১৬ কোটি মানুষের সাথে বিজ্ঞানীদের ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। উদ্ভিদবিজ্ঞানী ও জৈব প্রযুক্তিবিদদের জৈবনিরাপত্তা সৃষ্টির জন্য তাদের মেধা ও গবেষণা কার্যক্রমকে মানুষের কল্যাণে নিয়োজিত করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

(ওএস/এটিআর/মার্চ ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test