E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় প্রেস কাউন্সিল কার্যকরের দাবিতে চেয়ারম্যানকে স্মারকলিপি

২০১৫ সেপ্টেম্বর ০৭ ১৯:০৭:৫৯
জাতীয় প্রেস কাউন্সিল কার্যকরের দাবিতে চেয়ারম্যানকে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রেস কাউন্সিলকে কার্যকরের দাবিতে ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় প্রেস কাউন্সিল চেয়ারম্যানের কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের নেতৃত্বে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ স্মারকলিপি প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান, গাজীপুর কমিটির সভাপতি শাহজাহান মন্ডল, কেন্দ্রীয় সদস্য পিনাকি দাস, মঞ্জুর হোসেন ঈসা, আব্দুল হামিদ, মাহবুবুর রহমান আজাদ ও মোঃ জিয়াউর রহমানসহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ জাতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে অবহিত করেন, গত ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তথ্যমন্ত্রী বরাবর প্রেস কাউন্সিলকে কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান করেন এবং ২০-৩০ মে একই দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গণস্বাক্ষর প্রেরণ করেন। নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস কাউন্সিল দ্রুত কার্যকর করা হলে মফস্বল সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা পাবে।

প্রতিনিধি দলের সাথে এক ব্রিফিংয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ সংগঠনের সকলকে স্বাগত জানিয়ে বলেন, প্রেস কাউন্সিল কার্যকর এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কাজ করে চলেছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

(এমআর/এলপিবি/সেপ্টেম্বর ৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test