E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পি আই বি’র সাংবাদিক প্রশিক্ষণ শুরু   

২০১৫ সেপ্টেম্বর ১০ ১৭:৫৩:২৭
কাপাসিয়ায় পি আই বি’র সাংবাদিক প্রশিক্ষণ শুরু   

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট(পি আই বি) এর আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে কাপাসিয়া উপজেলা অডিটরিয়ামে তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার আনিসুর রহমান। কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোনেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশিক্ষনে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সমন্বয়ে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ মোঃ সফিউল ইসলাম, মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক রফিকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থার ষ্টাফ রির্পোটার অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন বাসসের স্টাফ রির্পোটার মো: আতাউর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে কাপাসিয়া উপজেলা,কালিগঞ্জ উপজেলা ও গাজীপুর সদরের ৩৫জন স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

(এসকেডি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test