E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নঈম নিজাম ’র বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহারের দাবীতে বগুড়ায় মানববন্ধন

২০১৫ সেপ্টেম্বর ১৭ ১৫:৩৪:১১
নঈম নিজাম ’র বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহারের দাবীতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি :বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার দাবী জানিয়েছে বগুড়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দেশসেরা দৈনিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচীতে এ দাবী জানান সাংবাদিক ও সুধীজন। বগুড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বন্ধু প্রতিদিনের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, যুগান্তর বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম, কালের কন্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসার, আমাদের সময় বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, দৈনিক উত্তরের খবরের নির্বাহি সম্পাদক সাজেদুর রহমান সিজু, নয়া দিগন্ত বগুড়ার স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, কবি সাংবাদিক এইচ আলিম, ইলিয়াস হোসেন, সবুর আল মামুন, তানসেন আলম, ফটো সাংবাদিক আব্দুস সালাম, আব্দুর রহিম, সময় টিভির বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, যমুনা টিভির বগুড়া প্রতিনিধি মেহেরুল সুজন, চ্যানেল ৯ জেলা প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহী, প্রভাষক জাকারিয়া পারভেজ, সংস্কৃতজন আব্দুল্লাহেল কাফী তারা, খলিলুর রহমান চৌধুরী, মতিয়ার রহমান, জাহেদুর রহমান মুক্তা, সুমন সরদার, সানাউল হক শুভ, যুবনেতা রেজাউল বারী মিন্টু, সাদিকুর রহমান লিটন, আরিফুল ইসলাম, আবু সাঈদ লেলিন, ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন জনি, সজিবুল ইসলাম সজিব, প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা অবিলম্বে নঈম নিজামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও হয়রানীমূলক গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহার দাবী জানান। অন্যথায় বগুড়া থেকে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

(এএসবি/এসসি/সেপ্টেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test