E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ সাংবাদিক গৌতম দাসের দশম মৃত্যুবার্ষিকী

২০১৫ নভেম্বর ১৭ ১৪:৪০:০৬
আজ সাংবাদিক গৌতম দাসের দশম মৃত্যুবার্ষিকী

ফরিদপুর প্রতিনিধি : আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সাংবাদিক গৌতম দাসের দশম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃতুবার্ষিকী পালন করছে ফরিদপুরবাসী। ২০০৫ সালের ১৭ নভেম্বর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। মাত্র ৩৩ বছর বয়সে অকুতোভয় এই সাংবাদিকের কলম চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার ফরিদপুরে বিভিন্ন কর্মসুচি পালন করছে ফরিদপুর প্রেসক্লাব ও সাংবাদিক গৌতম স্মৃতি সংসদসহ কয়েকটি সংগঠন। এদিন সকাল ১০টায় মুজিব সড়কে শোক ৠালি ও সকাল সাড়ে ১০টায় গৌতম প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

পরে বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ স্মরণ সভায় বক্তারা সাংবাদিক গৌতম দাসের নামে ফরিদপুর শহরে একটি বিদ্যালয় ও সড়কের নামকরণের দাবি জানান।

২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে তার অফিসে ঢুকে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলায় দীর্ঘ আট বছর পর ২০১৩ সালের ২৭ জুন সব আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে রায় দেন আদালত।

মামলার আসামিরা হলেন, জাহিদ, আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, কামরুল ইসলাম আপন, সিদ্দিকুর রহমান মিয়া, আসাদ বিন কাদির, অ্যাপোলো বিশ্বাস, তামজিদ হোসেন বাবু ও রাজিব হোসেন মনা।

এদের মধ্যে জাহিদ পলাতক অবস্থায় মারা গেছেন। বাকি ৯ আসামীর সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test