E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিআইবি’তে ডিজিটাল ক্যাম্পেইন দক্ষতা বিষয়ক কর্মশালা

২০১৫ নভেম্বর ২৪ ১৭:২৩:৩৯
পিআইবি’তে ডিজিটাল ক্যাম্পেইন দক্ষতা বিষয়ক কর্মশালা

বিশেষ প্রতিনিধি : ‘পরিবর্তনশীল সাংবাদিকতার সাথে এগিয়ে যেতে হবে, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিরাতে না পারলে সাংবাদিকতায় টিকে থাকা যাবেনা’। এ কথা বলেছে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীর।

তিনি মঙ্গলবার পিআইবির সেমিনার হলে ২ দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। সমাপনী দিবসে সাংবাদিকদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করেন বিএমএসএফ এর চেয়ারম্যান এনামুল কবীর রূপম।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশানাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এর যৌথভাবে আয়োজিত ২৩ -২৪ নভেম্বর ২ দিনব্যাপী এ কর্মশালায় দেশের ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন আইএফজের নেপালের ফেসিলেটিটর উজ্জ্বল আচারিয়া, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সালিম সামাদ ও বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। কর্মশালা শেষে সাংবাদিকদের সার্টিফিকেট প্রদান করা হয়।

উদ্বোধনী দিনে কর্মশালার উদ্বোধন করেন বিএমএসএফ এর প্রেসিডেন্ট এনামুল কবির রূপম।

(এপি/এএস/নভেম্বর ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test