E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক’

২০১৫ ডিসেম্বর ০৭ ১৭:২৩:১০
‘গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠনে এবং গণতন্ত্রের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।

এসময় সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সংসদীয় কার্যক্রমকে জনগণের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমে নিয়োজিত কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতা ও সংবাদ সম্পাদনা একটি বিশেষায়িত পেশা। এ পেশায় নিয়োজিতদের জন্য বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন। তাই তাদের দক্ষতা বৃদ্ধিতে বিষয়ভিত্তিক জ্ঞান আহরণ করতে হবে। তিনি গণমাধ্যমে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে নারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে সাংবাদিকতায় বৈচিত্র্যের পাশাপাশি চ্যালেঞ্জও বৃদ্ধি পেয়েছে। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় আরো দক্ষ হতে হবে। তিনি আরো বলেন, সংবাদ পরিবেশনে সাব-এডিটরদের ভূমিকা অনন্য এবং অনস্বীকার্য। তাই সংবাদ সঠিকভাবে তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণে এবং সংবাদপত্রের সুনাম বৃদ্ধিতে সাব-এডিটরদের সঠিক ভূমিকা পালন করতে হবে।

ডিএসইসি সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, রংপুর সিটি কর্পোরেশন মেয়র সরফুদ্দিন আহমদে ঝন্টু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test