E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিআরউইতে ফারুকের মরদেহ আনা হবে দুপুরে

২০১৫ ডিসেম্বর ১৩ ১২:৫০:২৮
ডিআরউইতে ফারুকের মরদেহ আনা হবে দুপুরে

স্টাফ রিপোর্টার : সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মরদেহ দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হবে। এখানে জানাজা শেষে তাকে পারিবারিকভাবে দাফন করা হবে।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতিতে এ কথা জানান। সংগঠনের দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম স্বাক্ষরিত বিবৃতিতে আবদুল্লাহ আল ফারুকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে ডিআরইউ নেতৃবৃন্দ ঘাতক ট্রাকচালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক সর্বশেষ দৈনিক আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদক ছিলেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সমকাল, যুগান্তর, সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

আবদুল্লাহ আল ফারুক পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মোহাম্মাদপুর তাজমহল রোডের সি ব্লকের ৩০/১৯ নম্বর বাসায় সপরিবারে বসবাস করতেন।

আবদুল্লাহ আল ফারুক শনিবার রাতে ডিআরইউতে সহকর্মীদের সঙ্গে আড্ডা শেষে বাসায় ফিরছিলেন। কাকরাইলে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর সকালে আবদুল্লাহ আল ফারুকের মৃত্যু হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test