E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেস ক্লাবে সাংবাদিক ফারুকের জানাজা অনুষ্ঠিত

২০১৫ ডিসেম্বর ১৩ ১৫:২৮:০৮
প্রেস ক্লাবে সাংবাদিক ফারুকের জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমের কর্মী হিসেবে বহু উত্থান-পতনের পরিস্থিতিতে বস্তুনিষ্ঠভাবে সংবাদ তুলে ধরেছেন। যার জন্য অনেকই তাকে পছন্দ করতেন না।’

ট্রাকচালক ঘাতক ড্রাইভারকে আইনের আওতায় আনবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিয়মের বাইরে গাড়ি চালালে আইন-শৃংখলা বাহিনীর শরণাপন্ন হয়ে ঘাতক ড্রাইভারকে গ্রেফতারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় জানাজায় আরও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।

শনিবার রাত ১টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর রবিবার সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাংবাদিক ফারুক ছিলেন ২ সন্তানের জনক। তিনি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিশালীখা গ্রামে। তিনি মরহুম গাজিউর রহমানের ছেলে।

সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক দৈনিক কালেরকণ্ঠ ও সমকালের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন। এ ছাড়া আব্দুল্লাহ আল ফারুক দীর্ঘদিন যুগান্তরে সিনিয়র সাংবাদিকের দায়িত্ব পালন করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test