E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিজয় দিবসে বঙ্গবন্ধুর ৩২ নম্বরে সাংবাদিক প্রবীরের অনশন

২০১৫ ডিসেম্বর ১৫ ১০:১৫:২৪
বিজয় দিবসে বঙ্গবন্ধুর ৩২ নম্বরে সাংবাদিক প্রবীরের অনশন

স্টাফ রিপোর্টার : হয়রানির ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল বুধবার মহান বিজয় দিবসের দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধুর ৩২ নম্বরে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনশন কর্মসূচি অনশন কর্মসূচি পালন করবেন দৈনিক বাংলা ৭১ ও অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদার।

এসময় তার সাথে থাকবেন তার স্ত্রী অনিতা সিকদার এবং দুই ছেলে সুপ্রিয় ও পুলক।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ঢাকার ইন্দিরা রোডের নিজের অফিস থেকে কোনো অভিযোগ ছাড়াই সাংবাদিক প্রবীরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে ফরিদপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়। পরে ওই মামলায় তাকে ফরিদপুরে নিয়ে নির্যাতন করে পুলিশ। ১৭ আগস্ট জামিন আবেদন না মঞ্জুর করে প্রবীর সিকদারকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। ১৮ আগস্ট পুলিশের আবেদনে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হয়।

অবশ্য দেশ-বিদেশের তীব্র সমালোচনা-প্রতিবাদের মুখে এবং সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ১৯ আগস্ট জামিনে মুক্তি পান সাংবাদিক প্রবীর সিকদার। যদিও তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আজও প্রত্যাহার করা হয়নি।

(ওএস/অ/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test