E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে'

২০১৬ জানুয়ারি ১০ ২০:৫৭:৪৫
'সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে'

স্টাফ রিপোর্টার :প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক হত্যার প্রতিটি ঘটনার বিচার করা সকল সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।

২০০০ সালের ২১ এপ্রিল চরমপন্থীদের হাতে খুলনার ডুমুরিয়ার নিহত সাংবাদিক নহর আলী শেখের ছেলে আসাদুজ্জামান রিপনের জন্য সাংবাদিকদের উদ্যোগে সিঙ্গাপুরে কর্মসংস্থানের ব্যবস্থা করা উপলক্ষে ধন্যবাদ ও শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএফইউজে সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের উদ্যোগে আজ দুপুরে রবিবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমদ, মেরিট ট্রেড ইন্টারন্যাশনালের সিইও সাংবাদিক হাসান আহমেদ চৌধুরী কিরণসহ প্রমুখ। অনুষ্ঠানে নহর আলীর ছেলে আসাদুজ্জামান রিপনও বক্তব্য রাখেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা পেশায় কীভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং দুর্ঘটনায় নিহত হওয়ার পর পরিবার কীভাবে অসহায় হয়ে পরে তার দৃষ্টান্ত আজকের এই অনুষ্ঠান।’
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সমাজের বঞ্চিত মানুষদের কথা সংবাদ মাধ্যমে বেশী করে প্রকাশের আহ্বান জানান।

প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, ‘আগামী অভিবাসন দিবসে ভালো কাজ করা রিক্রুটিং এজেন্সিগুলোকে পুরস্কৃত করবো। আর যারা খারাপ কাজ করছে তাদের তো ধারাবাহিকভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে।’

বাসস এমডি ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ আগামীতে সুন্দর একটি সমাজ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগ ব্যতীত কোনো ভালো ও সফল কাজ হয় না।

বাসস এমডি নিহত সাংবাদিকের সন্তানের জন্য উদ্যোগ গ্রহণের জন্য সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলকে ধন্যবাদ জানান।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক নহর আলী চরমপন্থীদের হাতে নিহত হওয়ার পর তার সংসারে নেমে আসে অভাব অনটন। এরপর নহর আলীর ছেলে আসাদুজ্জামান রিপন মা ও ভাইবোনদের নিয়ে সংসারের হাল ধরতে বাধ্য হয়ে খুলনা ও রাজধানীতে রিক্সা চালাতেন। দৈনিক সমকালে রিপনের রিক্সা চালানোর খবর জানার পর তিনি (মনজুরুল আহসান বুলবুল) উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে জনশক্তি প্রেরণকারী মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও ও সাংবাদিক হাসান আহমেদ চৌধুরী কিরণ বিনা খরচে সিঙ্গাপুরের হুন্দাই কনস্ট্রাকশন কম্পানিতে তার (রিপনের) চাকরির ব্যবস্থা করেন।’
অনুষ্ঠানে রিপনকে সিঙ্গাপুরের ভিসা ও টিকিট প্রদান করা হয়।

(ওএস/এস/জানুয়ারি১০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test