E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গিবাদ ও পাইরেসি দমনে কঠোর হবে সরকার

২০১৬ জানুয়ারি ১৩ ১৫:১৩:২৭
জঙ্গিবাদ ও পাইরেসি দমনে কঠোর হবে সরকার

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ রাজনীতিকে ও পাইরেসি চলচ্চিত্র জগতকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই জঙ্গিবাদ ও পাইরেসি দমনে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন সরকার।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’য় (এফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চলচ্চিত্রে পাইরেসি ও অশ্লীলতা দমনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) টাস্কফোর্সের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু চলচ্চিত্র অঙ্গনের পরিবেশই নয় রাজনীতিক অঙ্গনকেও কলুষমুক্ত রাখতে আমাদের কাজ করতে হবে। জঙ্গিবাদ ও পাইরেসি বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।

চলচ্চিত্রের পাইরেসি ও অশ্লীলতা রোধে পরিচালিত অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩শ’ জনকে গ্রেফতার করেছে র‌্যাবের টাস্কফোর্স। মামলা হয়েছে ৭৭৭টি। জব্দ করা হয়েছে ১ হাজার ১৩টি সিপিইউ, ১ হাজার ৪শটি সিডি ডিভিডি রাইটার, ৪৮ হাজার সিডির নকল লেবেল, ৩১৭টি নীল ছবি ও কাটপিস রিল এবং লক্ষাধিক খালি সিডি।

অনুষ্ঠানে চলচ্চিত্রের অশ্লীলতা ও পাইরেসি দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। এ সময় তারা পাইরেসি বন্ধে আরও কঠোর পদক্ষেপ এবং প্রয়োজনীয় আইন সংশোধনের দাবি জানান সরকারের প্রতি।

তথ্যমন্ত্রী এ বিষয়গুলো সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করার পাশাপাশি পাইরেসি বন্ধে ভ্রাম্যমাণ আদালত স্থাপনের পদক্ষেপ নেয়ার কথা জানান। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে শক্তিশালী কমিটি করার ব্যাপারেও কাজ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আখতার ইমাম তাজ, ৠাবের মহাপরিচালক বেনজির আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, এফডিসির এমডি তপন কুমার ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, চলচ্চিত্রের অশ্লীলতা ও পাইরেসি দমনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে র‌্যাবের টাস্কফোর্স।

(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test