E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে সমকাল সুহৃদ সমাবেশের চড়ুইভাতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ১৬ ১৮:০৬:০২
নাটোরে সমকাল সুহৃদ সমাবেশের চড়ুইভাতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : শনিবার নাটোরে সমকাল সুহৃদ সমাবেশের চড়ুইভাত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহরের তেবাড়িয়া বাইপাস এলাকায় ‘সোহাগ নার্সারিতে’ দিনভর নানা অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র উমা চৌধুরী জলিকে ফুলেল শুভেচ্ছা জানায় সুহৃদ সদস্যরা।

সুহৃদ সমাবেশের সভাপতি প্রফেসর অলোক কুমার মৈত্রর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় উমা চৌধুরী জলি বলেন, সমকাল একটি সহসী পত্রিকা। এই পত্রিকার পাঠক সংগঠন তাকে যেভাবে সম্বর্ধিত করেছে এজন্য তিনি সকল সুহৃদকে শুভেচ্ছা জানান। তিনি সমকালের উরোত্তর উন্নতি কামনা করে,সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের সকল সদস্যকে খোলা ধুলার চর্চা সহ বেশী করে বই পড়ার আহ্বান জানান। প্রজম্মের সকলকে তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে বেশী করে বই পড়ার পরামর্শ দেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি পারভিন,সোহাগ নার্সারি মালিক আলফাজুল আলম, সমকাল প্রতিনিধি নবীউর রহমান পিপলু, বাংলা ভিশন প্রতিনিধি কামরুল ইসলাম,নাটোর সমকাল সুহৃদের সদস্য সচিব মাহতাব আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র উমা চৌধুরী জলির হাতে সমকালের একটি ডায়েরি তুলে দেন সমকাল প্রতিনিধি নবীউর রহমান পিপলু । এছাড়া ফুলেল শুভেচ্ছা জানান সুহৃদ মালা খাতুন, ঝর্নাখাতুন, বাধন খাতুন। এছাড়া সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শভেচ্ছা জানান সোহাগ ও সুমন।

পরিচিতি অনুষ্ঠানে তাৎক্ষনিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। তিনি প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ৫ প্রতিযোগীকে পুরস্কৃত করেন।

দিনভর আয়োজিত অনুষ্ঠানে নাচ,গান,অভিনয় ও বক্তৃতা পর্ব সহ প্রতিযোগীতার আয়োজন করা হয়। সুহৃদ সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠান সমুহ প্রাণবন্ত হয়ে ওঠে। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সমকাল প্রতিনিধি নবীউর রহমান পিপলু ও সোহাগ নার্সারির সত্বাধিকারী আলফাজুল আলম।

(এমআর/এইচআর/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test