E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক আলতাফ মাহমুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার

২০১৬ জানুয়ারি ২১ ১৯:৩৪:৩২
সাংবাদিক আলতাফ মাহমুদের মেরুদণ্ডে অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মেরুদণ্ডে  অস্ত্রোপচার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ)  বৃহস্পতিবার সকাল ৯টায় তার অস্ত্রোপচার শুরু হয়।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে অধ্যাপক ধীমান চৌধুরীসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত- ছয় ঘণ্টার অস্ত্রোপচারে অংশ নেন।

অস্ত্রোপচার শেষে চিকিৎসক কনক কান্তি টেলিফোনে বলেন, আমরা আশাবাদী। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদও অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থ এই সাংবাদিকের স্ত্রী তাহমিনা মাহমুদ স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। ঘাড়ে প্রচণ্ড ব্যথা নিয়ে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন বিএফইউজের আওয়ামী লীগ সমর্থিত অংশের সভাপতি আলতাফ মাহমুদ।

স্পাইনাল কর্ডে সমস্যার কারণে তার দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না বলে মঙ্গলবার জানিয়েছিলেন তাহমিনা মাহমুদ।

সত্তর দশকে সাংবাদিকতায় আসা আলতাফ মাহমুদ দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।

(ওএস/এস/জানুয়ারি২১,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test