E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আলতাফ মাহমুদ ছিলেন সাদা মনের মানুষ’

২০১৬ জানুয়ারি ২৯ ১৮:০৮:৫৫
‘আলতাফ মাহমুদ ছিলেন সাদা মনের মানুষ’

নিউইয়র্ক প্রতিনিধি : আলতাফ মাহমুদ শুধু সাংবাদিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন বহু গুণের অধিকারী ও একজন নির্লোভ সাদা মনের মানুষ।

সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ের ব্যাপারে তার অবদান কখনো ভুলবে না ঢাকার সাংবাদিক সমাজ। এমন দাবি করেছেন আলতাফ মাহমুদের দীর্ঘদিনের সহকর্মী শুভানুধ্যায়ী প্রবাসী সাংবাদিকরা।

জ্যাকসন হাইটস খাবার বাড়ির পালকী সেন্টারে বুধবার রাতে আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন তারা।

প্রবাসের গণমাধ্যমগুলোর শীর্ষ সাংবাদিকরা আরও বলেন, কে কোন ইউনিয়নের মেম্বার আলতাফ মাহমুদের কাছে তা মুখ্য ছিল না। তার কাছে বিবেচ্য ছিল ব্যক্তি পরিচয় বা সাংবাদিকতা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদকে স্মরণ করতে গিয়ে নিউইয়র্কের সাংবাদিক সমাজ এভাবে মূল্যায়ন করলেন তাকে। তারা বলেন, আলতাফ মাহমুদ নেই, কিন্তু সাংবাদিকদের জন্য তার উদ্যোগ এবং দায়িত্বশীল আচরণ ঠিকই রয়ে গেছে।

সাংবাদিক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় এ সময়ে বক্তরা আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাহফেতার কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এতে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমেদ, কাজী সামছুল হক, মঈনুদ্দিন নাসের, আবু তাহের, শিহাব উদ্দিন কিসলু, ফজলুর রহমান, মনির হায়দার, লাবলু আনসার, মুজাহিদ আনসারি, সঞ্জীবন কুমার, সোহেল মাহমুদ, শাহাব উদ্দিন সাগর, এবিএম সালাহউদ্দিন, শওকত ওসমান রচি, ইমরান আনসারি ও শিক্ষাবিদ হুসনে আরা প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দেখানো পথে সাংবাদিক সমাজকে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যকার বিভক্তি দূর করার প্রতি গুরুত্বারোপ করেন প্রবাসী সাংবাদিকরা।

(ওএস/এএস/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test