E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কীর্তিমতি স্কয়ার গ্রুপের সম্মাননা পেলেন আয়শা সিদ্দিকা আকাশী

২০১৬ মার্চ ০৫ ১৯:০৩:০৬
কীর্তিমতি স্কয়ার গ্রুপের সম্মাননা পেলেন আয়শা সিদ্দিকা আকাশী

মাদারীপুর প্রতিনিধি : নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য তিনজন নারীকে 'রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৫' দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। নারী সাংবাদিকতায় কীর্তিমতি নারী হিসেবে পুরস্কার পেলেন মাদারীপুরের সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী।

সাংবাদিকতা, হিতৈষী ও উদ্যোক্তা-এই তিন ক্যাটাগরিতে তাঁদের সম্মাননা দেওয়া হয়। অনুসন্ধানী প্রতিবেদন, অসহায় মানুষ, অসহায় নারীদের নিয়ে লেখায়, মাদারীপুরের স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক ও কালের কণ্ঠ'র মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী পেয়েছেন ২০১৫ সালের কীর্তিমতি সাংবাদিক সম্মাননা।

এছাড়াও স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণে নিরলস কাজ করায় শব্দসৈনিক চট্টগ্রামের বেগম মুশতারী শফী পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা এবং কারুশিল্পের বাণিজ্যিক প্রসারের মাধ্যমে শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের স্বত্বাধিকারী চন্দনা ঘোষকে দেওয়া হয় কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা। সম্মাননা হিসেবে প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক, একটি ক্রেস্টসহ বেশ কিছু পুরস্কার তাদের হাতে তুলে দেয়া হয়।

সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বেসরকারি সংস্থা বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী বলেন, এ সম্মাননার দাবিদার আমি একা নই। এ সম্মাননার অংশীদার আরো অনেকেই। সাংবাদিকতায় আমার পরিবার, স্বামী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছি। এই পদক আমার সামনের সংগ্রামময়ী কাজকে আরো বেশি সাহস জোগাবে বলে আমি মনে করি।

নারী সাংবাদিক হিসেবে পুরস্কার পাওয়ায় মাদারীপুর প্রেসক্লাব ও সকল সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

(এএসএ/এএস/মার্চ ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test