E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা অফিসে হামলা

২০১৬ মার্চ ৩১ ১৮:৪০:২৭
কুষ্টিয়ায় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা অফিসে হামলা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় জনপ্রিয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা অফিসে হামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুই ছাত্রলীগ নেতার নেতৃত্বে ১৫ ধেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল অফিসে হামলা চালায়।

এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবুলর কক্ষে হামলা করে কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করে তারা। এছাড়া অফিসে থাকা পত্রিকার স্টাফ রিপোর্টার সাকিব পারভেজকে মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলামম উপ-পরিদর্শক ওবাইদুল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর।

অফিসের সার্কলেশন ম্যানেজার শফিকুর রহমান শফি ও পিয়ন সমুন জানান, দুপুর ১টার দিকে কয়া ইউনিয়নের প্রায়ত চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুর ছেলে ছাত্রলীগ নেতা তুষারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আন্দোলনবাজার পত্রিকা অফিসে এসে প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামান ডাবলুকে খুঁজতে থাকে।

এ সময় তারা গালিগালাজ করতে থাকে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রুমে থাকা কম্পিউটার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ সময় জয়বাংলা শ্লোগান দিতে দিতে আতঙ্ক ছড়িয়ে চলে যায় তারা।

ভাংচুরের সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুষার, সরকারি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি বিভিন্ন অপকর্মের হোতা আরদেশসহ ১৫ থেকে ২০জন সন্ত্রাসী অংশ নেয়।

ছাত্রলীগ নেতা আরদেশের সাথে কথা হলে তিনি জানান, শুনেছি পত্রিকায় আওয়ামীলীগের নামে আজেবাজে কথা লেখা হয়েছে। তবে আমি নিউজটি পড়িনি। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আমরা এ কাজ করেছি। ভাই কিছু করার ছিল না।

পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু জানান, আমি ইউপি নির্বাচনের নিউজ কাভারেজের জন্য দৌলতপুরে ছিলাম। দুপুরে আমার অফিসে সন্ত্রাসীরা এসে হামলা করে ভাংচুর চালিয়েছে।এ ঘটনায় মামলা করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, পক্রিকা অফিসে হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন তিনি।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন সাগর জানান, সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা যে হামলা করেছে তার নিন্দা জানাচ্ছি। একই সাথে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাবে সাংবাদিকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার আন্দোলনের বাজার ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এ ঘটনায ক্ষুব্ধ হন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।

(কেকে/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test