E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুদকে প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

২০১৬ এপ্রিল ০৫ ১৩:৩৫:৪৩
দুদকে প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ হয়েছেন দেশের প্রধান সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।

তারা বলেছেন, গণমাধ্যমকর্মীদের দুদকে প্রবেশ করতে না দিলে রাষ্ট্রীয় সংস্থাটির ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বর্তমান কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হবে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ বলেন, ‘এ ধরনের অপপ্রয়াস সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করবে। সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার আছে’।

দেশের বৃহৎ সাংবাদিক সংগঠনটির এ নেতা বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দুদকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে বর্তমান সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হবে। স্বাধীন হলেও দুদক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান’।

তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতার জন্য দুদককে ইতিবাচক মনোভাব রাখতে বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন বলেন, সাংবাদিক নিষিদ্ধের ঘটনাটি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এটি নিন্দনীয়।

তিনি বলেন, কোনো অজুহাতে সাংবাদিক নিষিদ্ধ হলেও এটা সমর্থনযোগ্য হবে না। দুদক ও গণমাধ্যম একে অন্যের সহায়ক। দুদকের কাজ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। আর গণমাধ্যমের কাজ দুর্নীতির তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করা।

দুদক বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেনেইস্ট করাপশনের (র‍্যাক) সভাপতি মিজান মালিক বলেন, সাংবাদিকরা দুদকের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, দুদককে শুরু থেকেই গণমাধ্যম সহযোগিতা করে আসছে। এখন গণমাধ্যমকর্মীদের অসহযোগিতা করা হচ্ছে। এটা নিন্দনীয়।

এ বিটে কর্মরত সাংবাদিকরা জানান, গত সপ্তাহ থেকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলেও সোমবার (০৪ এপ্রিল) থেকে তা নিষেধাজ্ঞায় পরিণত হয়। দুপুরে একাধিক গণমাধ্যমকর্মী ৫ম তলায় প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিতরা বলেছেন, ‘আমাদের ওপর নির্দেশ আছে, কোনো সাংবাদিক যেনো ওপরে না উঠতে পারেন’।

সোমবার এ বিষয়ে দুদকে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সচিব স্যার কথা বলবেন। আমার কোনো বক্তব্য নেই’।

পেশাগত কাজে বাধার মুখে পড়া সাংবাদিকরা সোমবার বিকেলে নিচতলায় দুদকের সচিব আবু মো. মোস্তফা কামালের কক্ষে গেলে তিনি বলেন, ‘রেকর্ডপত্রের নিরাপত্তার জন্য কিছু নিয়ম-কানুন করা হয়েছে। এটা শুধু সাংবাদিকদের জন্য না। সকল বহিরাগতদের জন্য’।

এখন থেকে এ নিয়ম চালু থাকবে বলেও জানান তিনি।

এদিকে দুদকের প্রধান কার্যালয়ের নিচতলায় অভ্যর্থনা কক্ষ থেকেও সোমবার বলা হয়েছে, বেলা ৩টার পর সাংবাদিকরা শুধু সচিব বা পিআরও’র কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। আর সেজন্য খাতায় নাম, প্রবেশের সময় উল্লেখ করে একটি কার্ড নিয়ে প্রবেশ করতে হবে।

দুদকের অভ্যর্থনা কক্ষে দেখা গেছে, সোমবার থেকে সাংবাদিকদের জন্য একটি রেজিস্টার খাতা করা হয়েছে। জনসংযোগ কর্মকর্তার কাছে গেলেও খাতায় বিস্তারিত লিখে যেতে হচ্ছে।

দুদকের পদস্থ একজন কর্মকর্তা বলেন, পিআরও এবং অনুমতি সাপেক্ষে সচিবের রুম ছাড়া সাংবাদিকরা যেনো কোনো রুমে প্রবেশ না করতে পারেন, সেজন্য চেয়ারম্যানের কড়া নির্দেশনা রয়েছে। এ দু’টি রুম ছাড়া অন্য কক্ষ প্রবেশে নিষেধাজ্ঞা আছে। নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে, তারা যেন সাংবাদিকদের শর্তসাপেক্ষে এ দু’জনের কক্ষ ছাড়া অন্য রুমে প্রবেশ করতে না দেন।

দুদকে কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে ২০১২ সালে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কমিশন দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।



(ওএস/এস/এপ্রিল০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test