E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৬ এপ্রিল ১৫ ১৮:৫৭:০৪
গৌরনদীতে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সাফল্যের অগ্রযাত্রায় ৭তম বছর পর্দাপনে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ও কেশাকাটাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১ গৌরনদী প্রেসক্লাবের সম্মুখ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে কারিতাস হলরুমে অতিথিরা বিশাল আকারের কেক কাটেন। পরে মাই টিভি’র স্থানীয় প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি (তদন্ত) মো. আফজাল হোসেন, বরিশাল জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি মুনসুল আহম্মেদ, সাধারন সম্পাদক কুুবউদ্দিন, সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক সুদাম পাল, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ সম্পাদক এম আলম, কোষাধ্যক্ষ বদও“জ্জামান সবুজ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজ, দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক লেখক হোসেন মোঃ আমির আলী, সিনিয়র সহ সভাপতি বেতার ও টিভি শিল্পী পিরোজ মিয়া, সহসভাপতি ও কোটালীপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী আল আমীন, গৌরনদী শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, দেশের পত্রের প্রতিনিধি জামিল মাহমুদ, সাকালের খবরের প্রতিনিধি বেলাল হোসেন, স্থানীয় ক্যামেরা পারর্সন মোল্লা ফারুক হাসান। শেষে মাই টিভির সাফল্য কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়।

(টিবি/এএস/এপ্রিল ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test