E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৬ মে ১৩ ১৬:০৮:১৪
বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাংলা ট্রিবিউনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নুর মোঃ শামসুজ্জামান। বক্তব্য রাখেন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ নাসিম সরকার হাকিম, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক আলাউদ্দিন হোসেন, ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খ.ম আক্তার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জেলা শাখার সভাপতি আতাউর রহমান খান বরাত, জুয়েল্স অক্সর্ফোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সাবেক সহ-সভাপতি হেলাল আহম্মেদ, সহ-সাধারন সম্পাদক ইসরাইল হোসেন বাবু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফেরদৌস হাসান, সহ-সভাপতি হীরক গুণ, সাংবাদিক আমিনুল ইসলাম রানা ও সাংবাদিক সুলতানা ইয়াসমিন মিলি। অনুষ্ঠানে বক্তারা বাংলা ট্রিবিউনের সফলতা কামনা করে আগামীর পথচলায় আরও বেগবান হওয়ার আহবান জানান।

এসময় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবুবক্কার সিদ্দিকী, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদুর রহমান, সিভিল সার্জন অফিসের উচ্চমান সহকারী শাহ আলম, সাংবাদিক আব্দুল মজিদ সরকার, আমিনুল ইসলাম, রহমত আলী, মৌলভী নজরুল ইসলাম, আহসান হাবিব মুন্না, দিলিপ গৌড়, রিংকু কুন্ড, আল-আমিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

(পিকেআর/এএস/মে ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test