E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেলো বাংলাদেশ

২০১৬ মে ১৭ ১৫:৩৯:৪৪
জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক : জাতিসংঘের তথ্যসমাজ পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) আওতায় দেশের ১৬টি কমিউনিটি রেডিওতে কর্মরত ৬০ তরুণীকে এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেনেভা কর্ম পরিকল্পনা অনুসারে ২০১২ সাল থেকে আঠারোটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে গণমাধ্যম বিভাগে এ বছর সেরা পুরস্কারটি জিতে নেয় বিএনএনআরসি।

গত ৩ মে জেনেভোয় বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন। দেশে ফিরে বজলুর রহমান সচিবালয়ে তথ্য সচিব মরতুজা আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় মরতুজা বলেন, এ পুরস্কারের মাধ্যমে আমাদের কাজ বিশ্ব সভায় স্বীকৃতি পেলো। যারা গণমাধ্যমে ‘কণ্ঠহীনের কণ্ঠস্বর’ তুলে আনার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।

তিনি জানান, বিএনএনআরসি’র ‘কমিউনিটি মিডিয়া ও সাংবাদিকতায় নারীরা বাংলাদেশের গ্রামীণ সম্প্রচার সাংবাদিকতায় নতুন যুগের উন্মেষ’ প্রকল্পটি শুধুমাত্র সর্বাধিক ভোটই পায়নি বরং পাঁচটি সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রকল্পগুলির মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বাছাইকৃত ৩১১টি প্রকল্পে ২ লাখ ৪৫ হাজার সদস্য ভোট দিয়েছেন। যার মধ্য থেকে ১৮টি প্রকল্প চূড়ান্তভাবে বিজয়ী ও ৭০টি প্রকল্প রানারস-আপ ঘোষিত হয়। ২০১৩ থেকে ২০১৫ সালে সম্পন্ন এই প্রকল্পের আওতায় তিনটি ব্যাচে বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬০ জন নারী সাংবাদিক বিএনএনআরসি’র তত্ত্বাবধানে সম্প্রচার সাংবাদিকতাসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় নিবিড় প্রশিক্ষণ নেন, কমিউনিটি রেডিও এবং স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতায় নিয়োজিত হন।

এছাড়া ফেলোশিপ কার্যক্রমের আওতায় নারী ও শিশুস্বাস্থ্য, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন বঞ্চনা ও অধিকারের কথা নিয়ে ৮শ’ রেডিও অনুষ্ঠান প্রযোজনা ও ৫শ’ ফিচারধর্মী প্রতিবেদন স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করা হয়।

(ওএস/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test