E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ

২০১৬ মে ২৩ ১৪:৩৩:৪৭
নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার : অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে মহাসমাবেশ করছে সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীরা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ মহাসমাবেশ শুরু হয়।

মহাসমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (প্রেস ফেডারেশন) সভাপতি আলমগীর হোসেন। প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। মহাসমাবেশ পরিচালনা করছেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়নের এক সভায় এ মহাসমাবেশ সফল করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় নেতারা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও গণমাধ্যমসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা নানাভাবে বেতন-ভাতার দিক থেকে বঞ্চিত ও চাকুরিচ্যুত হচ্ছেন। বঞ্চিত ও চাকুরিচ্যুত গণমাধ্যমকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। ফলে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড জরুরি হয়ে পড়েছে।

(ওএস/এএস/মে ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test