E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক প্রবীর সিকদার কাল সাইবার আদালতে হাজিরা দিবেন

২০১৬ মে ২৪ ১৭:৪৬:১৬
সাংবাদিক প্রবীর সিকদার কাল সাইবার আদালতে হাজিরা দিবেন

স্টাফ রিপোর্টার : দৈনিক বাংলা ৭১, অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক উত্তরাধিকার ৭১-এর সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার আগামীকাল বুধবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজিরা দিবেন।

গত বছরের ১৬ আগস্ট ফরিদপুরে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মানহানির অভিযোগ এনে ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন সরকারি উকিল স্বপন পাল। ওই মামলায় ওইদিনই তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। ফরিদপুরে কোতোয়ালি থানায় ১৭ আগস্ট দিনভর চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে পুলিশি নির্যাতন করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

১৮ আগস্ট ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন বাতিল করেন এবং পুলিশের আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশে ও বিদেশে তীব্র প্রতিবাদের মুখে রিমান্ডে না নিয়েই ১৯ আগস্ট প্রবীর সিকদারকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সেই সময় আতঙ্ক ছড়িয়ে ফরিদপুরের আইনজীবীদের প্রবীরের পক্ষে দাঁড়াতে বাধা দেওয়া হয়। একজন মাত্র আইনজীবী, এডভোকেট আলী আশরাফ নান্নু সাহসের সাথে তার পাশে দাঁড়ান। পরে ফরিদপুরে আদালত প্রবীরকে হাজিরা অব্যাহতি দেন।

সেই মামলায় ফরিদপুর পুলিশ গত এপ্রিলে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। কাল সেই আদালতে তাকে হাজির হতে হবে। কালই তার পক্ষের আইনজীবীরা জামিন অব্যাহত রাখার আবেদন করবেন।

প্রবীর সিকদার এক বিবৃতিতে বাকস্বাধীনতা হরণকারী ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে বলেন, সারাদেশের মানুষ তার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

(পিএস/এএস/মে ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test