E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৬ জুন ০৬ ১৭:৫৮:৩৭
গাইবান্ধায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি: ‘ষোল কোটি মানুষের জন্য প্রতিদিন’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধায় দৈনিক যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

যায়যায়দিনের পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফেরামের আয়োজনে এ উপলক্ষে সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আবু জাফর সাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোছা. সাবিহা আকতার লাকী। আমন্ত্রিত অতিথি ছিলেন সাদুল্যাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাপ্তাহিক চলমান চিত্র পত্রিকার সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি।

ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিনের প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সমকাল প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, মাইটিভির প্রতিনিধি আফতাব হোসেন, আমাদের সময়ের প্রতিনিধি খায়রুল ইসলাম।

এরআগে, যায়যায়দিনের পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে জেলার সাদুল্যাপুর উপজেলায় গত ছয় বছরের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের (ডকুমেন্টটারী) জেলা তথ্য অফিসার মোছা. সাবিহা আকতার লাকীর হাতে তুলে দেন ফোরামের সভাপতি জাহিদ খাঁন ও সাধারণ সম্পাদক ওয়াই এইচ আর রিয়াদ।

শেষে আমন্ত্রিত অতিথিরা যায়যায়দিনের পাঠক, শুভাকাঙ্খি, সাংবাদিক ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করেন।

সভায় বক্তারা যায়য়ায়দিনের সাফল্যে কামনা করে বর্তমান সময়ের মত আগামীতেও পত্রিকাটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যহত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

(জেআরপি/এএস/জুন ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test