E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ১০৭৮টি পত্রিকার ১০০৫টিরই প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি

২০১৬ জুন ১৪ ১২:২৫:৫৪
দেশে ১০৭৮টি পত্রিকার ১০০৫টিরই প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি


স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে ১ হাজার ৭৮টি দৈনিক পত্রিকার মধ্যে ১ হাজার ৫টি পত্রিকার মালিক, প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি। মঙ্গলবার জাতীয় সংসদে চট্টাগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মিডিয়াভুক্ত ৪৩৪টি ও মিডিয়া বহির্ভূত ৬৪৪টিসহ মোট ১ হাজার ৭৮টি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে অধিকাংশ পত্রিকার মালিক, প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব একই ব্যক্তি পালন করে থাকেন। এছাড়া এর মধ্যে মালিককে সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে ৭৩টি পত্রিকায়।

তিনি আরো বলেন, স্বল্প সংখ্যক পত্রিকার প্রকাশক পেশাদার সম্পাদক নিয়োগ করে থাকেন। কেবলমাত্র মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা কোন প্রেস হতে প্রতিদিন কত সংখ্যা ছাপানো হয়ে থাকে চলচ্চিত্র ও প্রকাশক অধিদফতরের মাধ্যমে সরকার এই কাজটি মনিটরিং করে থাকে।

আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ৪০ ধারা, পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮ এর ৯০ বিধি এবং বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা-২০০৮ মোতাবেক সকল মন্ত্রণালয়, বিভাগ, দফতর, পরিদফতর, প্রকল্প, স্বায়ত্বশাসিত সংস্থা, সরকার নিয়ন্ত্রিত পাবলিক লিমিটেড কোম্পানি এবং জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্থানীয় প্রশাসন সরাসরি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে থাকে।

তথ্যমন্ত্রী আরো জানান, ২০০৬ সালে নভেম্বর মাসের ২৩ তারিখে অর্থ বিভাগের জারিকৃত নির্দেশনা মোতাবেক সরকারি সকল বিজ্ঞাপন ২০০৭ সাল হতে স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগ/দফতর সংস্থা সরাসরি পত্রিকায় প্রকাশ করে থাকে এবং নিজস্ব বাজেট বরাদ্দ থেকে বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বিধায় বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test