E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় ঐক্যের আহ্বান সাংবাদিক ফোরামের

২০১৬ জুলাই ১৮ ১৬:৩৮:৩৮
জাতীয় ঐক্যের আহ্বান সাংবাদিক ফোরামের

স্টাফ রিপোর্টার : ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম অায়োজিত 'উগ্র ধর্মান্ধতা ও জঙ্গিবাদ: রুখে দাঁড়াও সাংবাদিক সমাজ ' শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতৃবন্দ এ আহ্বান জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, আজকে দেশের সংকট সময়ে সাংবাদিক সমাজ ঘরে বসে থাকতে পারে না। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই, নিরীহ মানুষের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজ মেনে নেবে না। দরকার হলে, সাংবাদিকরা জাতীয় কনভেশন ডেকে জঙ্গিবাদ মোকাবেলায় আনন্দোলন করবে।

সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া বলেন, জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে জাতীয় ঐক্যের নামে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের নিয়ে ঐক্য করা যাবে না। এ বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে।

অপরদিকে প্রেসক্লাবের সামনে গুলশানে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

মানববন্ধনে নারী সাংবাদিকরা বলেন, জঙ্গি দমনে সরকারকে ঢিলাঢালা ভাবে কাজ করলে হবে না। দেশকে বাঁচাতে হলে শক্তহাতে এর মোকাবেলা করতে হবে। দরকার হলে জঙ্গি দমনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যারা জঙ্গির যোগানদাতা, মদদদাতা তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

নারী সাংবাদিক নেতারাও জঙ্গি সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ মাহফুজা খানম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, নারী নেত্রী মমতাজ লতিফ, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test