E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 সাতক্ষীরায় ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন 

 

২০১৬ জুলাই ২২ ১৪:২৪:১০
 সাতক্ষীরায় ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন 
 

সাতক্ষীরা প্রতিনিধি : যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্মের ভাবনার সম্পাদক মোহিত কুমার নাথ ও সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে  হয়রানিমূলক মানহানি ও চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রজন্মের ভাবনা পাঠক ফোরামের সাতক্ষীরা শাখার সদস্য সচীব কলেজ শিক্ষকক বিধান চন্দ্র দাশ, দীপ্ত টিভি ও প্রজন্মের ভাবনার সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, জেলা হিন্দু বৌদ্ধ থ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গোষ্ট বিহারী মণ্ডল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান, জেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ , দৈনিক প্রবাহের সাতক্ষীরা প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক প্রজন্মের ভাবনার পাটকেলঘাটা প্রতিনিধি রিপন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৯ জুন রাতে প্রেসক্লাব সংলগ্ন সাতক্ষীরা পৌরদীঘিতে চুরি করে মাছ ধরার সময় নৈশ প্রহরী আব্দুল্লাহ আল মামুন হাতে নাতে আটক করেন দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের মৃত আব্দুর রশীদ সরদারের ছেলে আক্তারুজ্জামান বাচ্চুকে । এ সময় তার কাছ থেকে আড়াই কেজি তেলাপিয়া ও রুই মাছ জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন সাংবাদিকের অনুরোধে আক্তাজ্জামান বাচ্চুকে পুলিশে না দিয়ে ৩০ জুন প্রেসক্লাব সভাপতি বরাবর অভিযোগ করেন । এ সংক্রান্ত একটি প্রতিবেদন পহেলা জুলাই দৈনিক প্রজন্মের ভাবনাসহ কয়েকটি পত্রিকায় ছাপা হয়। এতে ক্ষুব্ধ এক সময়কার গোয়েন্দা সংস্থার সোর্স আক্তরুজ্জামাস প্রজন্মের ভাবনা পত্রিকার সম্পাদক মোহিত কুমার নাথ ও সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে গত ১৮ জুলাই আদালতে মানহানির মামলা করেন। এতে সন্তুষ্ট না হয়ে আক্তারুজ্জামান তার আইনজীবীকে দিয়ে মামলা প্রত্যাহারের কাল্পনিক হুমকি ও দু’ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে গত ২১ জুলাই সাংবাদিক রঘুনাথ খাঁ’র বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। যা’ সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য হুমকি স্বরুপ।

এসময় কয়েকজন বক্তা উল্লেখ করেন যে, শাখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়–য়া আক্তারুজ্জামান বাচ্চু ২০০২ সালে শহরতলীর চালতেতলায় নেজারত মিশনে ফাদারদেরছ থেকে খ্রীষ্টান সেজে আর্থিক সুবিধাসহ নানা ধরণের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

২০০৩ সালে অবৈধপথে ভারতে যাওয়ার সময় কালীগঞ্জের খাঞ্জিয়া এলাকায় একটি বাড়িতে এক মহিলা ইউপি সদস্যসহ আপত্তিকর অবস্থায় আটক হন। তার এলাকার স্থানীয় ইউপি সদস্য মুচলেকা দিয়ে গণরোষ ও পুলিশের হাত থেকে বাচ্চুকে রক্ষা করেন। এ ছাড়া কখনো সাংবাদিক , কথনো গোয়েন্দা সংস্থার প্রতিনিধি পরিচয়ে সন্ত্রাসী গডফাদার আব্দুর রউফ এর ছত্রছায়ায় থেকে সীমান্তে চাঁদাবাজি, ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত র‌্যাব এর সোর্স আমিরুলকে ম্যাানেজ করে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিরীহ মানুষদের হয়রানি করার অভিযোগ রয়েছে। এসবের মধ্যে ২০১০ সালে সদর উপজেলার নাখুয়ারডাঙায় বাড়িতে অস্ত্র রেখে ব্যবসায়ি শফিকুল ইসলাম ও তার ভাইদেরতব্দ করতে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার সময় র‌্যাব সদস্যদের জনগনের হাতে অবরুদ্ধ হয়ে পড়ার বিষয়টি ছিল এতদকালের চাঞ্চল্যকর বিষয়। বিষয়টি কয়েকটি পত্রিকায় ছাপা হওয়ায় আব্তারু“জ্জামান বাচ্চু দীর্ঘদিন আত্মগোপন করেন।


বক্তারা অবিলম্বে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা দু’টি প্রত্যাহার ও দোষী মাছ চোর আক্তারুজ্জ্মানসহ তার আইনজীবী অ্যাড. নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





(আরএনকে/এস/জুলাই ২২,২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test