E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিআইবির প্রশিক্ষণ থেকে বঞ্চিত গোয়ালন্দের সংবাদকর্মীরা

২০১৪ এপ্রিল ১০ ১৯:০০:৩৮
পিআইবির প্রশিক্ষণ থেকে বঞ্চিত গোয়ালন্দের সংবাদকর্মীরা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে আমন্ত্রণ না পেয়ে এলাকার একনিষ্ঠ সংবাদকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী সার্কিট হাউস সম্মেলন কক্ষে তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগি সম্পাদক ড. মোহাম্মদ হান্নান, রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এতে মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভিন সুলতানা তাঁরা যৌথ ভাবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। পিআইবির উদ্যোগে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজক রাজবাড়ী প্রেসক্লাব। এতে রাজবাড়ীর সকল উপজেলাসহ জেলা এলাকায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীদের অংশ গ্রহণ করার কথা। অথচ এ প্রশিক্ষণে গোয়ালন্দ উপজেলা এলাকার কোন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে গোয়ালন্দে কর্মরত সকল সংবাদকর্মী সাংবাদিকতায় বুনিয়াদি এ প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু জানান, রাজবাড়ী প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ২০ জন। অথচ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন ৪০ জন। এর অধিকাংশই নামধারী সংবাদকর্মী ও রাজবাড়ী প্রেসক্লাবের কতিপয় কর্মকর্তার নিকট আত্মীয়। অথচ গোয়ালন্দ উপজেলা এলাকার কোন সংবাদকর্মীকে এ প্রশিক্ষণে ডাকা হয়নি। এতে সুযোগবঞ্চিত হয়ে এলাকার একনিষ্ঠ সংবাদকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কর্মশালার প্রধান সমন্বয়কারি ও প্রশিক্ষক পারভিন সুলতানা বলেন, ‘এটি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা। রাজবাড়ীর বিভিন্ন উপজেলাসহ জেলা এলাকার প্রকৃত সাংবাদিকরাই এখানে অংশ নিতে পারেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে গোয়ালন্দ উপজেলার কোন সাংবাদিককে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আমার জানা নেই। তবে গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এ ব্যাপারে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হকের সঙ্গে কথা বলতে তাঁর সেলফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন গ্রহণ করেননি।
(জিসিপি/এএস/এপ্রিল ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test