E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার জেরে দুই শিক্ষকের পদত্যাগ

২০১৪ এপ্রিল ১৫ ১৮:৫৬:১১
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার জেরে দুই শিক্ষকের পদত্যাগ

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ছাত্র সায়াদ ইবনে মোমতাজ সাদকে হত্যার জের ধরে ছাত্র উপদেষ্টা ড. সুলতান উদ্দিন ভূঞা এবং আশরাফুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. রফিকুল ইসলাম অবশেষে পদত্যাগ করেছেন ।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক। তবে, ক্যম্পাসে সকলেই বুঝতে পেরেছেন যে, সায়াদ হত্যাকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের চাপের মুখে এ দু’জন পদত্যাগ করেছেন ।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে সংগঠনের এক পক্ষের নেতাকর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের হল শাখার সাংগঠনিক সম্পাদক সায়াদ ইবনে মোমতাজ সাদ।
এরইমধ্যে সায়াদ ইবনে মোমতাজ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের তিন নেতাসহ ছয়জন ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শৃংখলা কমিটির সুপারিশ অনুযায়ী গত সপ্তাহে সিন্ডিকেটের জরুরি সভায় এদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিযুক্তদের মধ্যে আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুন্ডু, ছাত্রলীগের সদস্য রোকনোজ্জামান রোকন এবং কর্মী রেজাউল করিম রেজাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজয় ও রোকনকে এরইমধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে।
তবে, সিন্ডিকেট কর্তৃক কেবল তিন ছাত্রের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখান করে তদন্ত কমিটির সুপারিশকৃত ছয়জনকেই আজীবন বহিষ্কারের দাবিতে বিক্ষুব্ধ ছাত্ররা তাদের কর্মসূচী অব্যাহত রেখেছে।
এদিকে, সাদ হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্র শিক্ষকদের ক্লাস বর্জনের আল্টিমেটাম চলাকালে মঙ্গলবার সকালে প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আলোচনায় বসেছেন। এ সভা থেকে শিক্ষক সমিতির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
(ওএস/এএস/এপ্রিল ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test