E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যার্তদের পাশে জাবির JU Solidarity এবং ইচ্ছা

২০২০ জুলাই ৩১ ১৭:২৩:১২
বন্যার্তদের পাশে জাবির JU Solidarity এবং ইচ্ছা

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity(Jahangirnagar University Ex-students’ and their friends’ unity) এবং সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA (ইচ্ছা) এর উদ্যোগে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের ফুলভরি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

JU Solidarity এর আকবর উদ্দিন আহমেদ মিলন বলেন, JU Solidarity ও ICCHA কার্যক্রমের এই ধারায় অনেক আশাবাদী হবার কারণ আছে। তিনি বলেন, ভবিষ্যতেও একই বা এমনই কোন ইস্যুতে একসাথে সততা, স্বচ্ছতা ও একাগ্রতার সাথে একত্রে কাজ করলে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। তিনি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA'র সভাপতি নুরুজ্জামান শুভ বলেন,
করোনার এই মহামারী বন্যা যেন মরার উপর খাঁড়ার ঘা। বন্যার্ত মানুষের দুঃখ লাঘবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। জাবিয়ান, নন জাবিয়ান যারাই বন্যার্তদের জন্য ফান্ড দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বন্যার্ত দেশবাসীর পাশে দেশের সামর্থ্যবান, হৃদয়বান মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইচ্ছা'র সহ-সভাপতি এস এন সোহেল রানা বলেন, বন্যায় মানুষজন অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সুনামগঞ্জের টিম লিডার জাহিদুল হক বলেন, করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় অর্ধ শতাধিক মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জাবির সামাজিক সংগঠন ইচ্ছা এবং জাবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। এই কার্যক্রমের সাথে জড়িতের সকলের মঙ্গল কামনা করেন তিনি৷

স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ জমির হোসেন বলেন, সুদূর ঢাকা থেকে এই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোয় আমরা সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞ। মানুষ যখন দিশেহারা তাঁদের জন্য এই উপহার তাঁদের ঈদ আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে। মহতী এই কাজের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপহার পাওয়া দিনমুজুর আজিজুর রহমান বলেন, 'বইন্যায় আমরা অনেক বিপদে পড়ছি। ঘরবাড়ি ঢেউয়ে ভাঙছে। তোমরার এই সাহায্য বড় উপকার হইছে। সকলের জন্য দোয়া করমু।'

উল্লেখ্য জাবির JU Solidarity এবং ইচ্ছা যৌথ আয়োজনে গাইবান্ধাতে, কুড়িগ্রামের উলিপুরে এবং ইচ্ছা গতবছর মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিল।

(পিএস/অ/ওএস ৩১ জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test