E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের শোক 

২০২১ মার্চ ২২ ১৬:২৩:০৮
জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্যের শোক 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

সোমবার (২২ মার্চ) এক শোক বার্তায় উপাচার্য বলেন, আতিকউল্লাহ খান মাসুদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। রণাঙ্গনের এই বীর মুক্তিযুদ্ধের পরও তাঁর সেই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল সুদৃঢ়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে নিরলস কাজ করা একজন ব্যক্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই সৈনিক মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন। প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তরুণ প্রজন্ম যুগে যুগে তাঁর সাহসী সম্পাদনার মাঝে অনুপ্রেরণা খুঁজে পাবে। তাঁর বলিষ্ট কর্মকান্ডের মাঝেই তিনি আজীবন বেঁচে থাকবেন।

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(এস/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test