E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডুয়েটে অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট বিষয়ক কর্মশালা

২০২১ এপ্রিল ০৬ ১৮:০৫:১৩
ডুয়েটে অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে ‘অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট: সিগনিফিকেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ বিষয়ক একটি কর্মশালা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬এপ্রিল) ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এ সময় তিনি অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্টের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই সোনার বাংলা গড়ে তোলার জন্য অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট অনুযায়ী প্রত্যেক ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেক প্রতিষ্ঠানকে যথাযথভাবে কাজ করতে হবে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট অর্থবছরের মধ্যেই তা অর্জন করতে হবে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তিনি সকলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে উন্নত রাষ্ট্র গড়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

কর্মশালায় সভাপতিত্ব করেন এপিএ টিমের সভাপতি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন ডুয়েটের এপিএ টিমের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ সেলের ফোকাল-পয়েন্ট মো. গোলাম দস্তগীর এবং সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান এবং অফিস প্রধান কর্তৃক মনোনীত একজন শিক্ষক/কর্মকর্তা অংশগ্রহণ করেন।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test