E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে প্রফেসর আনোয়ার হোসেন

২০২১ মে ০৭ ১৮:১৭:২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে প্রফেসর আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে।

শুক্রবার (৭ মে) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর হতে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার (৬মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

অফিস আদেশে বলা হয়েছে, 'জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্র্বতীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার এর জ্যেষ্ঠ ডিন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।'

(এস/এসপি/মে ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test